একুশে বইমেলা

মুহম্মদ আবু বকরের ‘হোগলা বোনার স্বর’

এবারের অমর একুশে বইমেলায় আসছে তরুণ কবি মুহম্মদ আবু বকরের কবিতার বই ‘হোগলা বোনার স্বর’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন নাওয়াজ মারজান।

Advertisement

প্রকাশক জানান, আসন্ন অমর একুশে বইমেলায় ২৫ জন লেখকের প্রথম বই ঐতিহ্য থেকে প্রকাশিত হবে। আমরা আশা করি, ২৫ জন লেখকের জীবনের প্রথম বই প্রিয় পাঠককে আনন্দময়-ঋদ্ধ পাঠসঙ্গ উপহার দেবে।’

কবি মুহম্মদ আবু বকর বলেন, ‘ঐতিহ্যের ২৫ বছর পূর্তিতে অমর একুশে বইমেলায় ২৫ জন লেখকের প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে। এই তালিকায় আমার কাব্যগ্রন্থ ‘হোগলা বোনার স্বর’ স্থান পেয়েছে। আমি খুবই আনন্দিত এবং পুলকিত।’

আরও পড়ুন আসছে স্বপঞ্জয় চৌধুরীর ‘তৃষিত ঘুমের পেয়ালা’  আসছে তারিনের প্রথম কাব্যগ্রন্থ ‘কথা ছিলো সুবিনয়’ 

তিনি বলেন, ‘আমি মূলত এটাকে একটা সিরিজ কবিতা দিয়ে সাজাতে চেয়েছিলাম। কেবলই একটা ক্যারেক্টার নিয়ে ডিল করার ইচ্ছে ছিল। সেটা আস্তেধীরে যতদিনে পারতাম, চাপ ছিল না কিন্তু কবি পিয়াস মজিদ ভাই হঠাৎ একটা পাণ্ডুলিপি দিতে বললেন। আমি ভাবলাম, একটা উপন্যাস লেখা আছে; সেটা দিয়ে দেব।’

Advertisement

তিনি আরও বলেন, ‘অলসতায় সেই উপন্যাস টাইপ করে উঠতে পারিনি। পিয়াস ভাই বললেন, তাহলে কবিতা দিয়ে দিন। তখন ফেসবুক থেকে আমার যাবতীয় লেখা, তার ভেতর অনেক আছে কোনো লেখকের মৃত্যুর পর অবিচুয়ারি বা কোনো বই পড়ার পাঠ-প্রতিক্রিয়া বা সিনেমার অথবা কাউকে ট্রিবিউট করে লেখা। এসব দিয়ে একটা পাণ্ডুলিপি পাঠিয়ে দিই।’

মুহম্মদ আবু বকর সময় পেলে লেখালেখি করেন, শখের বশে ছবি আঁকেন। সুযোগ পেলে ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর উড়ারচর গ্রামে তার জন্ম। পড়াশোনা করেছেন শরীয়তপুর সরকারি কলেজে।

এসইউ/জিকেএস

Advertisement