বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪’ এবং ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা ২০২৪’ পাচ্ছেন ১০ কবি ও লেখক।
Advertisement
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৪’ পাচ্ছেন- কবিতায় গোলাম কিবরিয়া পিনু, কথাসাহিত্যে হাবিব আনিসুর রহমান, শিশুসাহিত্যে সারওয়ার-উল-ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষণায় মোস্তফা হোসেইন এবং মঞ্চ নাটকে ড. মুকিদ চৌধুরী।
একই সঙ্গে ‘এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪’ পাচ্ছেন- কবিতায় ফারুক আহমেদ ও মামুন খান, কথাসাহিত্যে শাহমুব জুয়েল।
আরও পড়ুন মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৩ লেখক পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণএ ছাড়া ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা-২০২৪’ পাচ্ছেন কবিতায় তাসলিমা কবির রিংকি এবং ছোটগল্পে সালমা সুলতানা।
Advertisement
২২ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি) সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর এবং সাধারণ সম্পাদক এনাম আনন্দ। তারা জানান, শিগগির একটি অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৮ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।
এসইউ/এএসএম
Advertisement