ক্যাম্পাস

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা কলেজের একটি বাস ভাঙাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে ধানমন্ডি স্টার কাবাবের সামনে ঢাকা কলেজের একটি বাস পৌঁছালে সিটি কলেজের শিক্ষার্থীরা ওই বাস ভাঙচুর করে। পরে ঢাকা কলেজে এই খবর পৌঁছালে শিক্ষার্থীরা জড়ো হয়ে সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দিলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। ঢাকা কলেজ শিক্ষার্থীরা পুনরায় বের হতে চাইলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়েজ হাসান বলেন, দুপুরে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে এসব নিয়ে জানতে সায়েন্সল্যাব মোড়ে গেলে সিটি কলেজের ছাত্রদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। তবে এতে কোনো পক্ষের কেউ আহত হয়নি।

Advertisement

ঢাকা সিটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মারুফ সরকার বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে আমাদের শিক্ষার্থীদের হামলা করার চেষ্টা করে। যার ফলে এই ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে।

এদিকে দুই কলেজের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী ২১, ২২ ও ২৩ জানুয়ারি কলেজের উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্সের এবং সিটি কলেজ কর্তৃপক্ষ আগামী ২১, ২২ ও ২৩ তারিখ শুধুমাত্র একাদশ শ্রেণির সব শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দুই কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা আমাদের ছাত্রদের কলেজ ক্যাম্পাসে নিয়ে এসেছি।

এনএস/এমআইএইচএস/এমএস

Advertisement