অর্থনীতি

আমেরিকান চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (আমচ্যাম) ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকার ওয়েস্টিন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন আমচ্যামের ভাইস প্রেসিডেন্ট ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।

আমচ্যাম ট্রেজারার আল-মামুন এম রাসেলসহ নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রাশেদ মুজিব নোমান, রুবাবা দৌলা ও মির্জা সজিব রায়হান উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে এ্যাড ইন্টেরিমের সেক্রেটারি ও এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।

Advertisement

এসআরএস/বিএ