জাতীয়

ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পেয়েছেন।

Advertisement

অতিরিক্ত হিসেবে তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আলী ইমাম মজুমদার আমিও মধ্যবিত্ত, আমিও চাপে আছি: চালের দাম নিয়ে খাদ্য উপদেষ্টা

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।

Advertisement

আরএমএম/বিএ/এমএস