শিক্ষা

জাতীয়করণ ঘোষণা না দিলে রাজপথ ছাড়বেন না ইবতেদায়ি শিক্ষকরা

জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান ধর্মঘট থেকে এ ঘোষণা দেন তারা।

Advertisement

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম সভাপতিত্ব করেন।

ইবতেদায়ি শিক্ষকরা বলেছেন, প্রাথমিক স্কুলের মতো সব বিধি-বিধান মেনেও মাদরাসা শিক্ষকরা চার দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। শিগগির তারা এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অবিলম্বে জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন। জাতীয়করণের ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে গত ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সামান্য অনুদানের টাকা নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

Advertisement

তারা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় বর্তমানে সহকারী শিক্ষকদের ৩ হাজার ৩০০ টাকা ও প্রধান শিক্ষকদের ৩ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ তো দূরের কথা এ পর্যন্ত একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাও এমপিওভুক্তির আওতায় আনা হয়নি।

এএএইচ/এমআইএইচএস