তথ্যপ্রযুক্তি

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। ফেসবুক রিলস এখন এক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম যেখানে দ্রুত ভিডিও কন্টেন্ট শেয়ার করে অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব।

Advertisement

ফেসবুক রিলস থেকেও আয় করতে পারবেন। জেনে নিন কীভাবে ফেসবুকের রিলস থেকে আরও বেশি আয় করবেন-

গুণগত মানসম্পন্ন কনটেন্ট তৈরি করুন

ফেসবুক রিলসে জনপ্রিয় হতে হলে আপনার কনটেন্ট আকর্ষণীয় ও মানসম্পন্ন হতে হবে। ট্রেন্ডিং বিষয়বস্তু ব্যবহার করে আপনার নিজস্ব কনটেন্ট তৈরি করুন।

কনটেন্টের দৈর্ঘ্য

রিলসের ভিডিও সাধারণত ১৫-৩০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে কার্যকর হয়। তাই কনটেন্টটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল করুন। রিলসে আকর্ষণীয় এডিটিং ব্যবহার করুন। যেমন: ট্রানজিশন, সাউন্ড এফেক্ট, বা ট্রেন্ডিং মিউজিক।

Advertisement

সঠিক ন্যাশ বা টার্গেট অডিয়েন্স নির্বাচন করুন

আপনার কনটেন্ট কার জন্য তৈরি করছেন, সেটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশ বাছাই করুন। যেমন-ফ্যাশন, ভ্রমণ, প্রযুক্তি, খাবার, বা শিক্ষা। আপনার কনটেন্ট কোন বয়স বা অঞ্চলের দর্শকের জন্য বেশি প্রাসঙ্গিক, তা বিশ্লেষণ করুন।

মনিটাইজেশন অপশন সক্রিয় করুন

ফেসবুক রিলস থেকে আয় করার জন্য আপনাকে ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা পূরণ করতে হবে।

ইন-স্ট্রিম অ্যাডস

ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস চালু করুন। এটি ভিডিও কনটেন্টের মাঝখানে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে সাহায্য করে। ভক্তদের কাছ থেকে সরাসরি ইনকাম করার জন্য স্টারস ফিচার চালু করুন। জনপ্রিয় হলে বিভিন্ন ব্র্যান্ড আপনার রিলসে বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে।

আরও পড়ুন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে  নিয়মিত পোস্ট করুন ও ট্রেন্ড ফলো করুন

ফেসবুক অ্যালগরিদমে বেশি এক্সপোজার পেতে হলে আপনাকে নিয়মিত কনটেন্ট পোস্ট করতে হবে। ট্রেন্ডিং মিউজিক ও চ্যালেঞ্জ প্ল্যাটফর্মে যে চ্যালেঞ্জ বা মিউজিক ট্রেন্ড করছে, সেগুলোর সঙ্গে আপনার কনটেন্ট যুক্ত করুন। আপনার অডিয়েন্স কখন বেশি সক্রিয় থাকে, সেই সময় রিল পোস্ট করুন।

Advertisement

ইনগেজমেন্ট বৃদ্ধি করুন

কনটেন্টের মাধ্যমে ভিউ বাড়ানোর পাশাপাশি কমেন্ট, শেয়ার, ও লাইক বাড়ানোর দিকে মনোযোগ দিন। দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। ভিডিওর শেষে ভক্তদের আপনার কনটেন্ট শেয়ার করতে বা পেজ ফলো করতে বলুন।

অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন

আপনার রিলসের প্রচারণার জন্য অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ফেসবুক রিলসের লিংক এই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন। আপনার ফেসবুক পেজ বা গ্রুপে কনটেন্ট প্রচার করুন।

ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করুন

ফেসবুক ইনসাইট টুল ব্যবহার করে আপনার কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করুন। কোন ধরনের কনটেন্ট বেশি ভিউ পাচ্ছে। কোন সময় পোস্ট করলে বেশি দর্শক পাচ্ছেন।

স্পন্সরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং

ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বাড়তি আয় করতে পারেন। আপনার রিলসের মাধ্যমে ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করুন। পণ্য বা সেবার লিংক শেয়ার করুন এবং বিক্রয়ের উপর কমিশন পান।

কপিরাইটের নিয়ম মেনে চলুন

ফেসবুক রিলস কপিরাইট ভঙ্গের বিরুদ্ধে কঠোর। কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করুন। অন্যের কনটেন্ট কপি না করে আপনার নিজস্ব কনটেন্ট তৈরি করুন।

আরও পড়ুন ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করবেন যেভাবে  পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন যেভাবে 

সূত্র: মেটা

কেএসকে/জিকেএস