পরিবেশ অধিদপ্তর বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী দশটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে ২৬টি মামলার পাশাপাশি ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Advertisement
১৫ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত চারটি মোবাইল কোর্টে ১৩টি মামলাসহ ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, পাঁচটি ভাটার কাঁচা ইট ধ্বংস, একটি ইটভাটা উচ্ছেদ এবং তিনটি কিলন ভেঙে ফেলা হয়েছে।
নগর বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাড়ায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জরিমানা ও একটি মামলা দেওয়া হয়। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
Advertisement
নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মাগুরা ও চুয়াডাঙ্গায় দুটি মোবাইল কোর্ট পরিচালনাসহ সাতটি মামলা দেওয়া হয়। এছাড়া জরিমানা আদায়সহ ১১৪ কেজি পলিথিন জব্দ এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাট বিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মামলার পাশাপাশি একটি পুকুর পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।
শব্দদূষণের বিরুদ্ধে ঢাকার শাহবাগ এলাকায় শব্দ দূষণবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনায় চারটি যানবাহনকে জরিমানা এবং চালকদের সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
আরএএস/এমআরএম/এএসএম