আইন-আদালত

সাবেক এমপি নদভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সম্মানীর নামে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তাধীন থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Advertisement

বুধবার (১৫ জানুয়ারি) দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক এবং অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুচ্ছায়াদাতের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলাম এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নদভী আত্মগোপনে ছিলেন। তবে গত ১৫ ডিসেম্বর তিনি গ্রেফতার হন। রাজধানীর লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে ১৭ ডিসেম্বর তাকে কারাগারে পাঠায় আদালত।

আরও পড়ুন

Advertisement

আত্মগোপনে থাকা সাবেক এমপি নদভী গ্রেফতার দুর্নীতির প্রমাণ পেলে রাজনীতি ছেড়ে দেবো: নদভী

অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. নাজমুচ্ছায়াদাত লিখিত আবেদনে আদালতকে বলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে দুদক তথ্য পাচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

বিষয়টি নিশ্চিত করে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু জাগো নিউজকে বলেন, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্তের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

তিনি বলেন, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি এসব মামলায় জামিন পেয়ে বিদেশে চলে যেতে পারেন। এজন্য তার বিদেশ গমন কিংবা বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে অনুসন্ধানের প্রাথমিক ধাপ হিসেবে তদন্তকারী কর্মকর্তা ওই আবেদন করেছেন।

আরও পড়ুন

Advertisement

সাবেক এমপি নদভী কারাগারে

এদিকে, আদালতের ওই আদেশ ছাড়াও এদিন চট্টগ্রাম নগরের চার থানায় নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পৃথক চার আদালতে হাজির করে পুলিশ। বিচারকরা তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এমডিআইএইচ/এমকেআর/এমএস