দেশজুড়ে

মাদারীপুরে পুলিশের দুই এএসআই ক্লোজড

মাদারীপুরের রাজৈর থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। একাধিক নারীকে নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তাদের ক্লোজড করা হয়।

Advertisement

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান।

অভিযুক্তরা হলেন, রাজৈর থানায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান (৪২) ও স্বপন অধিকারী (৪৫)।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানায়, রাজৈর থানার দুই সহকারী উপ-পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেট ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। এসময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছেন। সেখানে খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগ কর্মী রাহাত হোসেন। এ ঘটনা জানাজানি হবার পর সোমবার রাতে তাদের ক্লোজড করা হয়।

Advertisement

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, দুদিন আগে রাজৈর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীকে ক্লোজড করা হয়েছে। তাদের মদ্যপান করে নারীকে নিয়ে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় ক্লোজড করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসি) মো. সাইফুজ্জামান বলেন, পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করেন। ইতোমধ্যে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটা নিন্দনীয়। কোনোভাবে এটা কোন পুলিশ সদস্য করতে পারে না। তাৎক্ষণিক অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

Advertisement