দেশজুড়ে

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেলো মায়ের

ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় চম্পা বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মনু কাজীর স্ত্রী।

প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়ন বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর কামারবাড়ী এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুনকক্সবাজারে এনজিও কর্মীসহ দুজনের মরদেহ উদ্ধার ঝুঁকিপূর্ণ ৫ বেইলি সেতু, দুর্ঘটনার আশঙ্কা 

নিহত চম্পা বেগমের ভাই পান্নু শেখ জানান, রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান চম্পা বেগম।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজ মৃধা বলেন, রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক যানটি আটক করা সম্ভব হয়নি, শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এন কে বি নয়ন/কেএসআর