ক্যাম্পাস

ঢাবিতে ‘জাপান কালচারাল ডে’ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাপান কালচারাল ডে উদযাপিত হয়েছে। জাপানিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগ এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে এটি উদযাপিত হয়।

Advertisement

সোমবার (১৩ জানুয়ারি) এ উপলক্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাপানের ঐতিহ্যবাহী পোশাক, গাছ ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। এতে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কমিন কেন সম্মানিত অতিথি এবং ইকেবানা ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজোয় হুসুমি জোহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Advertisement

সচিবালয়ের সামনে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবির আবাসন সংকট: ভিসির বাংলোয় উঠতে চান নারী শিক্ষার্থীরা

কালচারাল ডে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সঞ্চালন করেন প্রভাষক আনিকা বেগম।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ জাপানের সমৃদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা জাপানের সংস্কৃতি সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের ধারণা দিতে পারি। জাপান এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিকদল বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএইচএ/কেএসআর/এমএস

Advertisement