আইন-আদালত

হাসানুজ্জামান রিপনের বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহা. হাসানুজ্জামান রিপনের ‘বলা বাহুল্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

Advertisement

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এসময় প্রধান বিচারপতি বলেন, আমার মনে হয় এই বই পড়ে জীবনদর্শন সম্বন্ধে অনেক কিছু শেখা যাবে। বইটির লেখক জীবনধারণের কিছু মৌলিক তত্ত্ব অত্যন্ত সহজ করে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আইনের গণ্ডি থেকে বেরিয়ে নতুন সত্তা নিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য লেখককে সাধুবাদ জানান প্রধান বিচারপতি।

আরও পড়ুন কোন কোন আদালতে এখনো লোহার খাঁচা রয়েছে, জানতে চান হাইকোর্ট যাত্রাবাড়ীতে সবচেয়ে বড় হত্যাকাণ্ড, নির্দেশদাতা সাবেক এসি তানজিল

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হাসান মো. আরিফুর রহমান, সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Advertisement

সাহিত্যিক সাদাত হোসাইন আশা প্রকাশ করে বলেন, লেখক হাসানুজ্জামান তার রম্য রচনার বইয়ের মাধ্যমে হ্যামিলনের বাঁশিওয়ালা না হতে পারলেও এই নগরে হ্যামিলনের হাসিওয়ালা হিসেবে পরিচিত হবেন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। এই বইয়ের মাধ্যমে লেখক সেই কাজটি করেছেন।

এফএইচ/কেএসআর/এএসএম