ক্যাম্পাস

যা আছে শিবিরের ডাকসু সংস্কার প্রস্তাবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কারের উদ্দেশ্যে ছাত্র সংগঠনগুলোর কাছে প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যেই সংগঠনগুলো তাদের সংস্কার প্রস্তাব দেওয়া শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও তাদের প্রস্তাবনা পেশ করেছে। সেই প্রস্তাবনায় নয়টি বিষয়ে সংস্কার দাবি করেছে তারা।

Advertisement

সোমবার (১৩ জানুয়ারি) ঢাবির মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তাবনা গণমাধ্যমের সামনে তুলে ধরে ছাত্রশিবির। এর আগে রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রস্তাবনা তুলে দেন শাখার নেতারা।

যা আছে শিবিরের প্রস্তাবনায়

১. লক্ষ্য ও উদ্দেশ্যে ধারা ২-ক (স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ ও লালন করা) সংস্কার করে ‘স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সব শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধের ধারণ ও লালন করা’ হিসেবে স্থাপন করতে হবে।

২. ডাকসুর ‘লক্ষ্য ও উদ্দেশ্যে’, ‘ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা এবং শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা’ সংযুক্ত করতে হবে।

Advertisement

৩. ডাকসুর কার্যাবলীতে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও গণতন্ত্র চর্চা সংশ্লিষ্ট কার্যক্রমের উল্লেখ থাকতে হবে।

৪. সংসদের অনির্বাচিত সভাপতির স্বেচ্ছাচারী ক্ষমতা সীমিত করতে হবে ও কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করতে হবে।

৫. ডাকসুকে যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু সম্পাদকীয় পদের পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন করতে হবে।

এ প্রস্তাবে ঢাবি শিবির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদের নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদকে আলাদা করে ‘পাঠাগার, পাঠকক্ষ ও কমনরুম বিষয়ক সম্পাদক’ এবং ‘ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনবিষয়ক সম্পাদক’ নামে দুটি পৃথক পদে ভাগ করা, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদ দুটিকে একত্র করে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ তৈরি এবং ‘নারী ও সমতা বিষয়ক’ এবং ‘ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক’ দুটি নতুন পদ প্রতিষ্ঠার দাবি জানায়।

Advertisement

৬. বিদ্যমান সংসদের মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আরোপ করতে হবে।

৭. যেকোনো সময়ে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের যে ক্ষমতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে দেওয়া হয়েছে সেটির পরিবর্তন করতে হবে এবং ডাকসু গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরকে প্রদান করতে করতে হবে।

৮. নির্বাহী কমিটির সভায় যেকোনো অ্যাজেন্ডা আলোচনা করার জন্য সভাপতির অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করতে হবে।

৯. গঠনতন্ত্রের অনুল্লিখিত বিষয়গুলোর ক্ষেত্রে সভাপতির একক সিদ্ধান্তের পরিবর্তে সংসদের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন, সাংগঠনিক সম্পাদক কাজী আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচএ/এমএএইচ/জিকেএস