চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
Advertisement
বিষয়টি জাগো নিউজে নিশ্চিত করেছেন রাফির বন্ধু সাব্বির আহমেদ সোহাগ। তিনি বলেন, আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন সিরাজ উদ্দিন চৌধুরী। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অবনতি হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।
Advertisement
এমআই/জেআইএম/এমএমএআর