অর্থনীতি

ফের আটকে গেলো ডিএসইর লেনদেন

আবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বিঘ্ন ঘটেছে। সার্ভার সমস্যার কারণে সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার (১৩ জানুয়ারি) নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

Advertisement

অবশ্য অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে এরই মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় ১০টা ১০ মিনিট থেকে।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আমরা সকাল ১০টায় লগিং করে লেনদেন করতে পারিনি। ১০টা ১০ মিনিট থেকে লেনদেন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাজারে এমনিতেই মন্দা অবস্থা। এর মধ্যে প্রায় প্রায় লেনদেনে বিঘ্ন ঘটলে তা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয়। এর আগে গত ৫ জানুয়ারি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু হয়। আজ আবার লেনদেনে সমস্যা হলো।

Advertisement

লেনদেনে বিঘ্ন ঘটার কারণ জানতে চাইলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, একটা সার্ভারে সামান্য সমস্যা দেখা দেয়। আমাদের আইটি বিভাগ দ্রুত সমস্যার সমাধান করেছে এবং লেনদেন শুরু হয়েছে। পাঁচ মিনিটের মতো লেনদেনে সমস্যা হয়েছিল।

আরও পড়ুন:সঞ্চয়পত্রের মুনাফা বাড়লে কারা কত পাবেন? নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর 

এর আগে গত ৫ জানুয়ারি নেটওয়ার্ক সমস্যার কারণে ডিএসইতে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়। তার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের থেকে আধাঘণ্টা বেশি অর্থাৎ দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে ওইদিন।

নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে না পারার কারণ জানতে চাইলে সে সময় ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ জাগো নিউজকে বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে।

Advertisement

নেটওয়ার্ক সমস্যায় লেনদেনে বিঘ্ন ঘটার আটদিনের মাথায় এখন সার্ভারের সমস্যার কারণে আবার লেনদেনে বিঘ্ন ঘটলো। সমস্যা সমাধানের পর ডিএসইতে লেনদেন হতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। অবশ্য অল্প সময়ের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান দরপতন থেকে বেরিয়ে এসেছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার কারণ লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে যায়। তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠান দরপতন থেকে বেরিয়ে আসায় সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির। আর ৭২টির দাম কমেছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে দশমিক ৮৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫৮কোটি ৮২ লাখ টাকা।

এমএএস/এমআরএম