রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে পেশাদার চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. সুমন (২০), মো. ওসমান গনী (২১), মো. সোহেল (২২) ও মো. আলামিন (২১)। গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু জব্দ করা হয়।
Advertisement
ডিসি তালেবুর রহমান বলেন, শুক্রবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে কয়েকজন কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কোতোয়ালি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
Advertisement
টিটি/এমআইএইচএস/এএসএম