ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডে ডাকাতির চেষ্টা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে পৌর শহরের পাটবাজারে একটি ভবনের দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ব্যাংকটির ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, মধ্যরাতে পেছনের অংশে একটি রেস্তোরাঁ সংলগ্ন ব্যাংক ভবনের নিচতলার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। জেনারেটর কক্ষের জানালার গ্রিল কেটে তারা দোতলায় ওঠে। দোতলায় ব্যাংকের মূল ফ্লোরের তালা ভাঙার মুহূর্তে টের পান নিরাপত্তাকর্মী সোহরাব আলী। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দৌড়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিরাপত্তাকর্মী সোহরাব আলী বলেন, ব্যাংকের তালা ভাঙার শব্দ পেয়ে আমি চিৎকার করার মধ্যেই কল দিয়ে ম্যানেজারকে জানাই। এসময় ম্যানেজার পুলিশকে জানালে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই আমার চিৎকারে লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
Advertisement
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শাবল, তালা কাটার যন্ত্র, কাঁচিসহ কিছু সামগ্রী উদ্ধার করেছে। সিসিটিভির ফুটেজে একজনকে দেখা গেছে। এ ঘটনায় ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম