জাতীয়

বিগত সময়ে পাঠ্যপুস্তক সরবরাহ শেষ করতে জুলাই পর্যন্তও সময় লেগেছিল

রাজধানীসহ সারা দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে বিগত সরকারের আমলে কোনো কোনো বছর জুলাই মাস পর্যন্ত সময় লেগে গেছে।

Advertisement

সর্বশেষ তিন বছরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার সর্বশেষ সময় ছিল ২৪ মার্চ, ২০২৩ সালে ছিল ১৭ মার্চ এবং ২০২৪এ ছিল ২৭ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের তথ্য জানান।

আরও পড়ুন:

Advertisement

তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার 

তিনি বলেন, ২০১০ সালের পর থেকে দেখা গেছে, সম্পূর্ণ পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে মার্চ পর্যন্ত, কোনো কোনো বছর জুলাই মাস পর্যন্ত সময়েও লেগে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ সমস্যা নিয়ে কাজ করছে। যারা যারা কাগজ উৎপাদন করে তাদের সঙ্গে বর্তমান সরকার বৈঠক করেছে। কীভাবে দ্রুত পাঠ্যপুস্তক ছাপার কাজ শেষ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রেস সেক্রেটারি জানান।

এমইউ/এমআরএম