যুব হকি দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ওমান থেকে দেশে ফেরার দিন ফেডারেশন পুরো দলকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুরস্কারের অংক নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। ঘোষিত সেই পুরস্কার দলের ২১ সদস্য (খেলোয়াড় ১৮, কোচ ১, ম্যানেজার ১, ফিজিও ১) হাতে পেলেন এক মাস পর, বৃহস্পতিবার।
Advertisement
তবে সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুনের চেয়েও বেশি। মোট ৫ লাখের পরিবর্তে দেওয়া হয়েছে ১০ লাখ ৫০ হাজার। প্রতিজন ৫০ হাজার করে।
বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলাতে বাংলাদেশ যুব হকি দলের ছেলে এবং মহিলা দুটি দলকেই এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছেলেদের এশিয়ার কাপ শেষে ওমানেই হয়েছে মেয়েদের টুর্নামেন্ট।
বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো অংশ নিয়ে বাস্তবতা বুঝেছেন। তাদের কোছে কোনো প্রত্যাশাও ছিল না। এ অনুষ্ঠানে মেয়েদের শুধু ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে।
Advertisement
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সে সঙ্গে তিনি ঘোষণা করেছেন, যুব দলকে বিশ্বকাপের আগে পাঁচ থেকে ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে।
আরআই/আইএইচএস/