খেলাধুলা

বাদ লিটন, টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

চলতি বিপিএলে এখনো জয়ের সঙ্গে দেখা হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে শাকিব খানের দল। আজ বৃহস্পতিবার থিসারা পেরেরার দলের ষষ্ঠ ম্যাচ। প্রতিপক্ষ চিটাগং কিংস। বন্দরনগরীর দলটির বিপক্ষে ঢাকা জিততে পারে কিনা, তা দেখার অপেক্ষা এখন ভক্তদের। কারণ, এবারের আসরে আজই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল।

Advertisement

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসভাগ্য সহায় হয়নি ঢাকার। টস জিতেছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টস জিতে অনুমিত ভাবেই বোলিং বেছে নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক পেরেরাকে।

ফর্মে না থাকায় এই ম্যাচে বাদ পড়েছেন লিটন দাস। গেল ৪ ম্যাচে মাত্র ৪২ রান করেছেন তিনি।

আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে কিংস। এক জয়, এক হারে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্ন্দরনগরীর দলটি।

Advertisement

ঢাকা ক্যাপিটালস একাদশ

জেসন রয়, তানজিদ হাসান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শাহাদাত হোসেন দীপু, স্টিফেন এসকিনাজি (উইকেটরক্ষক), ফরমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

চিটাগং কিংস একাদশ

পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ।

Advertisement

এমএইচ/জেআইএম