ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভাগগুলোর পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন শুধুমাত্র দাবি পূরণের লড়াই ছিল না; ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।
এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, শিক্ষা মন্ত্রণালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সব বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব- ২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
Advertisement
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট।
ওই পোস্টে তিনি লেখেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এখনো বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে পতিত ফ্যাসিবাদ কর্তৃক প্রতিষ্ঠিত বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। অনতিবিলম্বে সেসব বিকৃত ইতিহাস ছুড়ে ফেলে নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিভুক্ত করতে হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবের বিস্তৃত ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি। বিভাগগুলোর কমিটি অব কোর্সেসের সভা করে অতিদ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত বিষয়টি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
মুনজুরুল ইসলাম/জেডএইচ/এএসএম
Advertisement