বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনি।
Advertisement
সোমবার (৬ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর রিনিকে কুষ্টিয়ার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তার সেই আদেশ বাতিল করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসচিব শাহ মোজাহিদ উদ্দিন।
Advertisement
একই সঙ্গে গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে প্রত্যাহার করে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তাদের সেই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
আরএমএম/বিএ