ইসলামী ছাত্রশিবিরের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
Advertisement
এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন সরকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সেশনের জন্য রংপুর মহানগর ও বেরোবি শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান।
Advertisement
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
ফারহান সাদিক সাজু/এসআর