ক্যাম্পাস

বাকৃবির উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদীচী শিল্পীগোষ্ঠীর ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাকৃবির অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। আর শান্ত বর্মণকে সাধারণ সম্পাদক করা হয়।

Advertisement

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের গ্যালারিতে বাকৃবি সংসদের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. তানভির রহমান ও আবদুস সালাম রিপন। কোষাধ্যক্ষ হিসেবে আছেন অধ্যাপক ড. পলি কর্মকার।

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন সৈকত বিশ্বাস ও প্রণব ঘোষ। এছাড়া কমিটির সম্পাদকমণ্ডলীতে আছেন রাকিবুল ইসলাম, রাইসুল আসাদ প্রিন্স, নবনীতা অধিকারী, আকাশ আলী, মঈন ইসলাম ও নাসরিন সুলতানা পাপড়ি।

Advertisement

আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম