নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে গিয়ে দুই পথচারী নিহত হয়েছেন।
Advertisement
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাটাবো আটলাসপুর এলাকার হালান দাসের ছেলে রামদাস (৭০) এবং একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে মাছ কিনছিলেন রামদাস ও ইবাদুল্লাহ। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। প্রাইভেটকারের চাপায় রামদাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন।
Advertisement
এ ঘটনায় আবু তাহের, রাধামন ও সর্বসর নামের আরও তিনজন পথচারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এসআর/এমএস
Advertisement