কুয়ালালামপুর এয়ারপোর্টে মানবপাচার ও পাসপোর্ট জালিয়াত চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেন, সরকার ধারণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। ইতোমধ্যে দেশটির বিমানবন্দর এলাকা থেকে পাসপোর্ট জালিয়াত চক্রকে শনাক্ত করাও হয়েছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাপাচার ও পাসপোর্ট জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। এসব চক্রকে নিষ্ক্রিয় করতে সরকারে চেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, মানবপাচার এবং জাল পাসপোর্টের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেএলআইএ’তে দুই ইমিগ্রেশন কর্মকর্তাসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আহমাদুল কবির/এসকেডি/আরআইপি
Advertisement