খেলাধুলা

ঢাকায় পা রেখেই বাংলায় কথা বললেন শহিদ আফ্রিদি

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর এবার বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। প্রায় ১১ বছরের বিরতি দিয়ে বিপিএলে আবারও যুক্ত হয়েছে দলটি। শুরুতেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করে চমক দেখায় তারা।

Advertisement

তারপর জানা যায়, এবারের আসরে চট্টগ্রাম কিংসের মেন্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন শহিদ আফ্রিদি। মাস দুয়েক আগেই সে খবর ছড়িয়ে পড়ে।

এবার কথামতো ঠিক ঢাকায় পৌঁছে গেলেন পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার। বিপিএলে চট্টগ্রাম কিংস শিবিরে যোগ দিতে যাওয়া আফ্রিদি আজ রোববার ঢাকায় পা রেখেই ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন আফ্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন।

Advertisement

সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

এমএমআর/জেআইএম