ফেনীর পরশুরাম উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বন্যায় সৃষ্ট বেড়িবাঁধের গর্তে পড়ে রিদোয়ান ইসলাম রাদিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার সাতকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাদিব ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের রিপনের ছেলে। সে আনন্দপুর মাদরাসার নূরানি বিভাগের দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, রাদিব উপজেলার সাতকুচিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে শমসের গাজীর দিঘীর দক্ষিণ পাড়ে সাম্প্রতিক বন্যায় কহুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনে সৃষ্ট গর্তে পড়ে যায়।
রাদিবের মা জোবেদা আক্তার সাথী বলেন, তার (রাদিব) সঙ্গে থাকা শিশুরা খবর দিলে সেখানে গিয়ে গর্ত থেকে রাদিবকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
Advertisement
জানতে চাইলে পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শিশুর পরিবার মরদেহ দাফনের পর বিষয়টি অবগত করেছেন।আবদুল্লাহ আল-মামুন/এমএএইচ/