জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
Advertisement
শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া পি এন জেড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শেরপুর পৌরসভার দুর্গাপুর নারায়ণপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মাহমুদুল হাসান লিখন (৩৬), শেরপুরের নকলা উপজেলার উরফা শিমুলতলী গ্রামের আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঝলজ্বলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মুস্তাক আহমেদ (২৪)।
জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুজ সাকিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
এসআর