অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ম্যানচেস্টার সিটির যেন হয়েছে সে অবস্থা। একের পর এক হার আর ড্রয়ে পর্যুদস্ত দলটি পেয়েছিল জয়ে ফেরার সুযোগ। কিন্তু আরলিং হালান্ডের মতো বড় তারকাও মিস করে বসলেন পেনাল্টি।
Advertisement
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।
এ নিয়ে লিগে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়াল বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতেই মাঠ ছাড়লো জয় ছাড়া।
অথচ ইতিহাদে ম্যানসিটি জিততে পারতো ২-১ ব্যবধানে। ম্যাচের ৫১ মিনিটে স্যাভিনিও ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল সিটি। স্পট কিক থেকেও গোল করতে ব্যর্থ হন হালান্ড। তার বাঁ পায়ের দুর্বল শট রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড।
Advertisement
এর আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৬ মিনিটে এই গোল শোধ করেন ইলিমান এনদিয়ায়ে।শেষ পর্যন্ত সিটি পয়েন্ট মিস করে হালান্ডের মিসে।
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান ছয়ে। এভারটন ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।
এমএমআর/ইএ
Advertisement