একুশে বইমেলা

২০২৪ সালের আলোচিত-সমালোচিত বই

প্রতি বছরই বই প্রকাশিত হয়। বাংলাদেশে বইমেলা কেন্দ্রীক বই বেশি প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের বই নিয়ে বেশ সরব ছিল পাঠক ও সোশ্যাল মিডিয়া। কয়েকটি বই যেমন ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছি; তেমনই কয়েকটি বই নেতিবাচক সমালোচনারও জন্ম দিয়েছে। বইমেলা প্রাঙ্গণও ছিল আলোচনা-সমালোচনায় মুখর। সেসব বই নিয়েই আজকের আয়োজন।

Advertisement

আসিফ নজরুলের ‘আমি আবু বকর’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমি আবু বকর’ প্রকাশিত হয় এ বছর। উপন্যাসটিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ভয়াবহ গণরুম সংস্কৃতি, গেস্টরুম সংস্কৃতি এবং ছাত্র ও শিক্ষক রাজনীতির সংকট উঠে এসেছে। ‘আমি আবু বকর’র প্লট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে কীভাবে তরুণ সমাজকে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং ক্ষমতার রাজনীতি শিক্ষার্থীদের কীভাবে ব্যবহার করছে হীন স্বার্থে। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। ১৩৬ পৃষ্ঠার বইয়ের মুদ্রিত মূল্য ৩৫০ টাকা।

সাদাত হোসাইনের দুটি বইআলোচিত লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। দুই বাংলার পাঠকের মন জয় করেছেন খুব কম সময়ে। তার ‘আগুনডানা মেয়ে’ এবং ‘তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম’ বলে নামক বই দুটি প্রকাশিত হয় এ বছর। অন্যধারা এবং অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বই দুটো পাঠকের আগ্রহ তৈরি করতে পেরেছিল। ‘তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে’ বইটি প্রকাশ করেছে অন্যধারা। ২৪৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৫৩৪ টাকা। আর ‘আগুনডানা মেয়ে’ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ৩০৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৮০০ টাকা।

ইলমা বেহরোজের ‘পদ্মজা’ ছোটবেলা থেকেই গল্প-উপন্যাসের প্রতি ছিল ভীষণ ঝোঁক ছিল ইলমা বেহরোজের। এবার ‘পদ্মজা’ লিখে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ২০২৪ সালের বইমেলায় তাকে ঘিরে আলোচনা তৈরি হয়। অন্যধারার স্টলে পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়। রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পান এ লেখক। অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকেই সাহিত্যচর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার লেখার আলোচনা-সমালোচনা। অন্যধারা প্রকাশিত ‘পদ্মজা’র প্রচ্ছদ করেছেন ফাইজা ইসলাম। ৪১৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৮০০ টাকা।

Advertisement

আরও পড়ুন পরিচয়: মঞ্চনাটকের বাক বদলে মুকিদ চৌধুরী আসছে গল্পগ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

ডা. সাবরিনার ‘বন্দিনী’২০২৪ সালের অমর একুশে বইমেলায় আসে আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা হুসেন মিষ্টির প্রথম বই ‘বন্দিনী’। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে বইটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। করোনাকালে ডা. সাবরিনা ও শাহেদ সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। নারীর বন্দিদশার উপাখ্যান ‘বন্দিনী’ বইটি তার জেল জীবনের লেখা। আহমেদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা।

মুশতাকের ‘তিশার ভালোবাসা’‘তিশার ভালোবাসা’ লেখক খন্দকার মুশতাক আহমেদের দ্বিতীয় উপন্যাস। তিশার সঙ্গে মুশতাকের প্রেমকাহিনি সবারই জানা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন খন্দকার মুশতাক আহমেদ এবং ওই কলেজের শিক্ষার্থী ছিলেন সিনথিয়া ইসলাম তিশা। মেলায় ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা এন্ড মুশতাক’ নামে দুটি বই আসে। মিজান পাবলিশার্স প্রকাশিত ‘তিশার ভালোবাসা’ বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

তূর্যর ‘চলেন খিচুড়ি খাই’কনটেন্ট ক্রিয়েটর মাসফিক এনাম তূর্যর ‘চলেন খিচুড়ি খাই’ প্রকাশিত হয় ২০২৪ সালের বইমেলায়। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। ১২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। বইটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়ে। ফলে প্রকাশনীর স্টলেও ভিড় দেখা যায়।

এসইউ/এএসএম

Advertisement