প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
বিমানবন্দর থানায় নিয়োগ পাওয়া ওই কর্মকর্তার নাম তাসলিমা আক্তার। তিনি সাবেক ওসি এরশাদ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন>> এক বছরে ৫৩ হাজার পুলিশ ক্লিয়ারেন্স সনদ দিয়েছে ডিএমপিতাসলিমা আক্তার এর আগে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Advertisement
তাসলিমা আক্তার ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সরাসরি উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।
তিনি কৃতিত্ব ও সাহসিকতার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সম্পন্ন করেন। শান্তিরক্ষী মিশন সম্পন্ন করে তাসলিমা আক্তার চলতি বছরের অক্টোবরে দেশে আসেন।
টিটি/এসআইটি/এএসএম
Advertisement