দেশজুড়ে

কুষ্টিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো কুমির

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে একটি বিশালাকৃতির কুমির ধরা পড়েছে। কুমিরটির ওজন আনুমানিক সাড়ে ৩ মণ এবং লম্বায় প্রায় ১০ ফুট।

Advertisement

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে শরিফুল ইসলাম নামের এক জেলের মাছ ধরার জালে কুমিরটি ধরা পড়ে।

এসময় জালে কুমির আটকে থাকতে দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হাজার হাজার উৎসুক জনতা কুমিরটিকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমান। খবর পেয়ে বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পরিবেশকর্মীদের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

জেলে শরিফুল ইসলাম বলেন, আমিসহ আমরা ৭-৮ জন জেলে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে যাই। দুপুর ১টার দিকে নদীতে জাল ফেলি। জাল টানার পর প্রথমে মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তোলার পরে দেখি বিশাল আকৃতির একটি কুমির। আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। পরে বন বিভাগের লোক এসে কুমিরটিকে নিয়ে যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শী রাশিদুর রহমান লালন জানান, দুপুরের দিকে খবর আসে তালবাড়িয়া ঘাটে জেলেদের জালে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। আমরা ছুটে গিয়ে সেখানে কুমিরটিকে দেখতে পাই। পরে কুমিরটিকে ওপরে তুলে নিয়ে জাল কেটে বের করেন স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি প্রকৃতিপ্রেমী শাহাবউদ্দিন মিলন বলেন, বেশ কিছুদিন আগে থেকেই স্থানীয়রা পদ্মা ও গড়াই নদীতে কয়েকটি কুমির দেখতে পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা নদীতে হাঁস, মুরগি ও ছাগল দিয়ে রাখি। আজ একটি কুমির ধরা পড়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বসে কুমিরটিকে নিরাপদ কোনো স্থানে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে সামাজিক বনায়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জগতি) আতিয়ার রহমান জানান, এটি মিঠা পানির কুমির। লম্বায় প্রায় ১০ ফুট হতে পারে। কুমিরটি তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। উপযুক্ত স্থানে আমরা এটিকে অবমুক্ত করবো।

Advertisement

এএমএস

আল-মামুন সাগর/এসআর/এমএসএম