ভ্রমণ

সাইকেলে চড়ে এভারেস্টে তাম্মাত

সাইকেলে চড়ে এভারেস্টে ঐতিহাসিক রেকর্ড গড়েছেন বাংলাদেশের তাম্মাত বিল খোয়ার। গত এক মাসে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিকে আরোহণ করেছেন তিনি।

Advertisement

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫ হাজার ৩৬০মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে রেকর্ড গড়েন তাম্মাত। এরপর কালা পাত্থারে ওঠে বিজয় নিশান ওড়ান। যার উচ্চতা ৫৬৪৪ মিটার। জানা গেছে, এখনো তাম্মাত নেপালেই অবস্থান করছেন।

গত ২০ নভেম্বর, বুধবার দেশের একমাত্র সাইক্লিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এর আগে বাংলাদেশের অনেকেই এভারেস্ট বেস ক্যাম্প জয় করলেও সাইকেল নিয়ে এই প্রথম কেউ বেস ক্যাম্প জয় করলেন।

বুধবার স্থানীয় সময় দুপুরে এই মাইলফলক স্পর্শ করেন তাম্মাত। দীর্ঘদিন ধরে সাইকেলিং করে তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বলও হয়ে পড়েন। তবুও থেমে থাকেন নি তাম্মাত। নিজের মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে গড়েছেন রেকর্ড।

Advertisement

আরও পড়ুন রহস্যময় ‘সুইসাইডাল ফরেস্ট’ খুলনার মেয়ে আজমেরীর ১৫০ দেশ ভ্রমণ

তাম্মাতের বাড়ি গোপালগঞ্জ হলেও, তার বেড়ে ওঠা চট্টগ্রামে। একজন জনপ্রিয় সাইক্লিস্ট তাম্মাত। বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ থেকেই তাম্মাত সাইক্লিং শুরু করেন। তারপর থেকেই নিজেকে একজন প্রভাবশালী সাইক্লিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দেশের ৬৪টি জেলায় সাইকেলে ভ্রমণ করে রেকর্ড স্থাপন করেছেন এই তরুণ। প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ইস্ট ওয়েস্ট হাইওয়ে সাইক্লিং অভিযান সম্পূর্ণ করেছেন তিনি। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কাভার করে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইক্লিং অভিযানেও অংশ নেন চট্টগ্রামের এই তরুণ।

এছাড়া তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সড়ক হেঁটেছেন। প্রতিযোগিতামূলক খেলায় তিনি বাংলাদেশ তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, বাংলাদেশ গেমস ২০২০ এ রৌপ্য ও ২০২২ সালে ৪১তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্রোঞ্জ জিতেছিলেন।

জেএমএস/জিকেএস

Advertisement