নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সিরাজকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজ উল্যাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের তালতো ভাই এবং কাদের মির্জার শ্যালক পরিচয়ে এতদিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়াতেন তিনি।
Advertisement
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যে আসামি সিরাজ উল্যাহকে চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর সাজাসহ চার পরোয়ানায় আদালতে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম
Advertisement