ক্যাম্পাস

আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত চিন্ময় দাসের শাস্তি ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Advertisement

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে তারা। এরপর একটি মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা।

মিছিলে তারা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্য সচিব শাকিল মিয়া বলেন, আমরা এমন এক সময়ে এখানে দাঁড়িয়েছি যেই সময় বাংলাদেশে একটি সিনেমা চালানোর চেষ্টা চলছে। সেই সিনেমার নাম সাম্প্রদায়িক উসকানি ও লাশের রাজনীতি।

Advertisement

বক্তারা বলেন, গতকাল তারা যে ঘটনা ঘটিয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্যে অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা। এটি রাষ্ট্রদোহিতার শামিল। একটি গণ-অভ্যুত্থানের পর যখন আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, সংস্কারের চেষ্টা চলছে, ঠিক এমন সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর এমন ন্যক্কারজনক হামলা এবং হত্যা করা গণ-অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।

তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে ঘাটি গেঁড়ে বসেছে তাদের সেই ঘাটি উপরে ফেলতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এই হত্যার বিচার দাবি করছি। পাশাপাশি ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে হবে।

এমএইচএ/এমআইএইচএস

Advertisement