ক্যাম্পাস

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামে ইসকনের নেতাকর্মীদের হামলায় আইনজীবী আলিফ নিহতের ঘটনার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বুয়েটের বিভিন্ন হল থেকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এরপর সেখান থেকে একটি মিছিল নিয়ে পলাশী-কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এরপর মিছিলটি আবারও ভিসি চত্বর-ফুলার রোড হয়ে বুয়েট ক্যাম্পাসে ফিরে যায়।

এ সময় বুয়েটের শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন:

Advertisement

চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত আটকে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যান প্রিজন ভ্যান আটকে দেওয়ার দুই ঘণ্টা পর কারাগারে চিন্ময় কৃষ্ণ

সংক্ষিপ্ত সমাবেশে বুয়েট মেকানিক্যাল-২০ ব্যাচের শিক্ষার্থী মাহিনুর রহমান বলেন, আজ চট্টগ্রামে আমাদের মুসলমান ধর্মের অ্যাডভোকেট সাইফুর ভাইকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনায় আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আবরার ফাহাদ ভাই ২০১৯ সালে রক্ত দিয়ে যে প্রতিবাদ জানিয়ে গেছে এখনো বাংলাদেশ থেকে সেই আগ্রাসন যায়নি।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই দাবিতে বুধবার দুপুরে আমরা বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করবো।

এমএইচএ/এসএনআর/এমএস

Advertisement