আইন-আদালত

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী আলিফ নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

Advertisement

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি মাজার গেট, কদম ফোয়ারা প্রদক্ষিণ করে কাউন্সিলের গেট দিয়ে আবার সুপ্রিম কোর্টে এসে শেষ হয়। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

আরও পড়ুন:

চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত আইনজীবী হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম আটকে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যান

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল বলেন, সাইফুল ইসলাম ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

Advertisement

এফএইচ/এসএনআর/এমএস