বলটা স্লোয়ার দিয়েছিলেন তাসকিন আহমেদ। অফস্ট্যাম্পের ওপরেই ছিল বলটা। ড্রাইভ করতে গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন কেমার রোচ। বল ততক্ষণে ব্যাট ছুঁয়ে গেছে। মাঝ ব্যাটে লেগে উঠে যায় বলটি। মিড অফে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের মাথার ওপর দিয়ে চলে যেতে লাগছিল বলটি।
Advertisement
কিন্তু মিরাজ বলটাকে যেতে দিলেন না। চিতার মত ক্ষিপ্র গতিতে লাফ দিয়ে উঠে এক হাতে ক্যাচটি ধরলেন তিনি। সে সঙ্গে সমাপ্তি ঘটলো ক্যারিবীয় ইনিংসের। ১৫২ রানে অলআউট হলো তারা। শুধু তাই নয়, ক্যারিয়ারে সেরা বোলিং ফিগারের মালিক হয়ে গেলেন তাসকিন আহমেদ।
আরও পড়ুন১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪ ‘দেশের জন্যও এভাবে স্বর্ণ জিততে চাই’অ্যান্টিগা টেস্টের আগে তাসকিন আহমেদ টেস্টে কখনো ৫ উইকেটই পাননি। সেই তিনি অ্যান্টিগায় প্রথমবারের মতো ৫ উইকেট নিলেন এবং সেটা নিয়ে গেলেন ৬ উইকেটে। নিঃসন্দেহে তাসকিনের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এটা।
ম্যাচ শেষে ১৪.১ ওভার বল করে একটি মেডেন নেন তাসকিন। ৬৪ রান দিয়ে নিলেন ৬ উইকেট। এর আগে টেস্টের এক ইনিংসে তাসকিনের সেরা বোলিং ছিল ৩৭ রানে ৪ উইকেট। এবার একাই নিয়ে নিলেন ৬ উইকেট।
Advertisement
ক্যারিয়ারে এখনো পর্যন্ত ১৬তম টেস্ট খেলছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৪২টি।
আইএইচএস/কেএসআর