বলিউডের আইকন স্টার শাহরুখ খান। কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনয়ে। শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে তিনি প্রশংসা অর্জন করেছেন। বিশ্বের অনেক বড় তারকারাও আছেন তার ভক্তের তালিকায়। তাদের চোখে শাহরুখ মানেই অসাধারণ অভিনেতা ও ব্যক্তি।
Advertisement
সম্প্রতি বলিউড অভিনেত্রী তাপসী পান্নুও শাহরুখ খানকে নিয়ে তার মতামত শেয়ার করেছেন। তিনি এই সুপারস্টারের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও অসাধারণ উপস্থিতির গুণকে বিশেষ বলে দাবি করেছেন। তিনি বলেন, শাহরুখের সর্বজনীন জনপ্রিয়তার মূল উপাদান তার বুদ্ধিমত্তা ও প্রাণবন্ত উপস্থিতি।
তিনি আরও যোগ করে বলেন, ‘এই গুণগুলি শাহরুখ খানকে সবার চেয়ে আলাদা করে তোলে। তাকে চলচ্চিত্র শিল্পে অমীমাংসিত করে তোলে। তিনি সেরা।’
সাহিত্য আজতক ইভেন্টে তাপসী শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তার প্রশংসা করে তিনি বলেন, ‘এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র পর্দায় তারকা, কিন্তু পর্দার বাইরে তাদের উপস্থিতি ভিন্ন। শাহরুখ তাদের বিপরীত। তিনি পর্দার বাইরেও একজন সুপারস্টার। পরিবার, বন্ধুমহল, ভক্ত, নারী, পুরুষ, শিশু- সবার কাছে তিনি একজন অসাধারণ মানুষ। এমন হতে পারাটা খুব কঠিন। শাহরুখ এতটা পড়াশোনা করেছেন যে আপনি তার সঙ্গে যেকোনো গভীর আলোচনায় যুক্ত হতে পারেন।’
Advertisement
শাহরুখ খানের ব্যক্তিত্ব একজন পরিপূর্ণ বা আদর্শ মানুষকে বর্ণনা করে দাবিতে তাপসী পান্নু বলেন, ‘তার মধ্যে হাস্যরসের অনুভূতি এবং উপস্থিতি রয়েছে। এ বিষয়গুলো তাকে পূর্ণাঙ্গ ব্যক্তিতে পরিণত করেছে। তার যা কিছু আছে তা চলচ্চিত্র শিল্পের অন্যদের থেকে অনেক উপরে।’
শাহরুখ খান তার পরবর্তী সিনেমা ‘কিং’ ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই বিগ বাজেটের অ্যাকশনধর্মী সিনেমাটিতে শাহরুখের সঙ্গে তার কন্যা সুহানা খানকেও পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে।
ছবিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন এবং অভয় ভার্মাও।
এলএ/এমএস
Advertisement