সূর্য
Advertisement
আমি যতটাই সূর্যের কাছে যাই সূর্য ততটাই দূরে সরে যায়ঠিক যেন তোমার মতো—তুমি সূর্যের চেয়েও দূরে সরে গেছো তবুও আমি হাঁটছি—রক্তাক্ত করুণ পথে ব্যাকুল হৃদয়েতাই যারা সূর্যোদয় দেখবে বলে গিয়েছিলতারা ফিরে গেল অভিনব অভিঘাত দেখে।
আমাদের সুখী দিনের পাণ্ডুলিপিআমাদের রক্ষিত বাসনা গুলিপথিকের পায়ের তলায় ধুমড়ে-মুচড়ে গেছে সেইসব অমৃত আস্বাদফিরবে না—জানিতবুও হাঁটছি তবুও...!
***
Advertisement
কথা কও
কথা কওমৃদুস্বরে যেমন কথা কয় পাখিনিরালা দুপুরে।
কথা কওসকাল-সন্ধ্যা সাঝেযেন আমার মনে বাজে।
কথা কওপ্রেমে আলাপনেউথালা দিনের
Advertisement
কথা কওঅবিরাম যেমন কথা কয় নদীকথা কয় জল।
কথা কওসুরে সুরেযেনো গান হয়ে যায়।
কথা কওবৃক্ষের মতোযেনো সবুজ হয়ে যায়।
কথা কওঅনন্তকালযেনো লীন না হয়।
কথা কওরবীন্দ্র সুরে সুরেযেন মেঘপুঞ্জ হয়সময়ের রেখায়দুঃখ মুছে যায়।
কথা কওপ্রেম ও বিরহের কথা কওরোমিও জোলিয়েটেরনয়তো আমাদের বিচ্ছেদেরআমাদের বিষাদও দিনের।
***
তোমার শরীরের অমৃত ঘ্রাণ
কোনো একদিনশরতের নিঃশব্দ শিশিরের ভোরেসে এক ক্ষঃণকালের কথাতোমার শরীরের অমৃত ঘ্রাণ আজও নিবিড় করে, কম্পিত করে হৃদয়।
মনে পড়ে—অজোপাড়াগাঁয়েকোনো এক বিচ্ছিন্ন দ্বীপে দুপুরেতোমার পায়ের ছাপে ছাপ এঁকেআনমনে কতো যে হেঁটেছি !
তখন কল্পলোকে তোমার তুলতুলে নরম হাত দুখানি তুষারের মতন শান্ত করে দিয়ে গেছে আগুনে ভরা বিক্ষুব্ধ হৃদয়।
মেঘ ও পাখিরা উড়ে যায় উড়ে যায় কি তোমার কাছে? শারদ এলে—আজও কি ডাকো তুমি আমারে?
আজও কি উচ্ছ্বসিত স্বরেপত্র পল্লবের মতো নিবিড় করেকথা কও? আজও কি আমাকে তুমি সেদিনের মতো ফেরত যাও !
শরতের শুভ্র মেঘের মতোন তুমি উড়োশরতের ফোঁটা ফোঁটা শিশিরের মতোটুপটাপ আমার হৃদয়ে পড়!
এসইউ/জিকেএস