রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় ছুরিকাঘাতে মো. ইসমাইল হোসেন রাহাত (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাহাতকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।
Advertisement
মঙ্গলবার (১৯ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাহাত। এর আগে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে কাকরাইলের বেসরকারি একটি হাসপাতালের সামনে রাখা অ্যাম্বুলেন্স থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন চলতি বছরের প্রথম দশ মাসে ৪৮২ শিশু নিহত ‘কোনো অন্যায় করিনি, ভুল করতে পারি’তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে থেকে জানতে পারি গতকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শান্তিবাগ এলাকায় তাকে মারপিট করার পরে ছুরিকাঘাত করা হয়। এরপর উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
নিহতের বাবা মো. বেলায়েত হোসেন বলেন, সোমবার বিকেলে রাহাতকে হাসান, হোসেন, সিয়াম, তন্ময়সহ কয়েকজন বেধড়ক পেটায় ও ছুরিকাঘাত করে। পরে বাসার সামনে থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি। এরপর তার অবস্থার অবনতি হলে কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে তাদের মধ্যে আগেই দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে রাহাতকে হত্যা করা হয় বলে দাবি বেলায়েত হোসেনের। কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস