অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত এক বছরে প্রায় ১৫টি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে বাংলাদেশ। মানুষের সৃষ্ট নানাবিধ দুর্যোগের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষেও আমাদের লড়তে হচ্ছে।
Advertisement
তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।
রোববার (১৭নভেম্বর) তার সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকালে তিনি এ সব কথা বলেন।
আরও পড়ুন
Advertisement
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য হুমকি হয়ে আসছে। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সেখানে জাতিসংঘ মহাসচিব, ইউরোপ, এশিয়া, আফ্রিকার অনেক সরকার প্রধানের সঙ্গেই আমার দেখা হয়েছে। যতটুকু আলাপ আলোচনা সম্ভব হয়েছে আমি সবার কাছেই জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবিলাসহ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতার অঙ্গীকার সবাই করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি। এরই মধ্যে সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি।
এমইউ/এমআইএইচএস/এএসএম
Advertisement