আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
Advertisement
৭ নভেম্বর থেকে শুরু হওয়া সরকারি সংস্থাগুলোর সমন্বিত অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে।
জানা গেছে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১১ হাজার ৬০৭ জনকে আটক করা হয়েছে। ৫ হাজার ২৮৫ জনকে আটক করা হয়েছে সীমান্ত আইন ভঙের জন্য। তাছাড়া শ্রম আইন লঙ্ঘনের জন্য ৩ হাজার ২৩২ জনকে আটক করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে এক হাজার ৪০১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনের, ৬০ শতাংশ ইথিওপিয়ার ও এক শতাংশ অন্যান্য দেশের।
Advertisement
অন্যদিকে ৯৮ জনকে আটক করা হয়েছে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টার অভিযোগে।
পাশাপাশি ছয়জনকে গ্রেফতার করা হয়েছে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, ও চাকারি দিয়ে সুবিধা দেওয়ার জন্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ ও ২ হাজার ৭৫৯ জন নারী।
সূত্র: গাল্ফ নিউজ
Advertisement
এমএসএম