আন্তর্জাতিক

ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে সহায়তা দেবে মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাবে। ফিলিস্তিনিদের সহায়তা দেবে। একই সঙ্গে ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি।

Advertisement

লাতিন আমেরিকার দেশ পেরুতে স্থানীয় সময় গত শুক্রবার এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কো-অপারেশনের (এপেক) সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শনিবার (১৬ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন

Advertisement

ইসরায়েলিরা মালয়েশিয়ায় আসতে পারবে না ভূমিকা রাখতে প্রস্তুত মালয়েশিয়ার সেনাবাহিনী

‘এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের অধিক মানুষ। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা মানছে না ইসরায়েল’- বলেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিনের পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। সেখানেও ইসরায়েল প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটি ন্যায়বিচারের বিষয়।

যেখানে প্রয়োজন সেখানেই মালয়েশিয়া ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান আনোয়ার ইব্রাহিম।

Advertisement

এমকেআর