দেশজুড়ে

চালকল মালিক সমিতির সভাপতি গ্রেফতার

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। রশিদের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকার একটি মামলা করেছিলেন তিনি।

Advertisement

ওই মামলায় আদালত পরপর দুবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামি গ্রেফতার না হওয়ায় কুষ্টিয়া পুলিশ সুপার ও কুষ্টিয়া আর্মি ক্যাম্প বরাবর আবেদন জানান ভুক্তভোগী।

ওই আবেদনে বলা হয়, আসামি তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১,৩৩,৬৪,৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল DORB (de oiled rice bran) কিংবা টাকা কোনোটাই দিচ্ছেন না। গ্রেফতারি পরোয়ানা থাকার পরও আসামি প্রকাশ্যে ঘোরাঘুরি করে আদালতের আদেশ অগ্রাহ্য করছেন।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, দুবার গ্রেফতারি পরোয়ানা জারির পর আমি পুলিশ সুপার ও আর্মি ক্যাম্প বরাবর আসামিকে গ্রেফতারের আবেদন করেছিলাম। উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন আব্দুর রশিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আস্থাভাজনে পরিণত হন।

Advertisement

পুলিশের একটি সূত্র জানায়, আব্দুর রশিদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎসহ সারাদেশে প্রায় ৬৮টির বেশি মামলা রয়েছে।

আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম