দেশজুড়ে

শ্রমিকরাই উদ্বোধন করলেন স্বেচ্ছাশ্রমের রাস্তা

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তা উদ্বোধন করেছেন শ্রমিকরা। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার সড়াতৈল গ্রামে নির্মিত দেড় কিলোমিটার রাস্তাটি উদ্বোধন করেন তারা।

Advertisement

এর আগে সমাজসেবক নজরুল ইসলামের উদ্যোগে স্থানীয়রা রাস্তাটি উদ্বোধন করেন। নতুন মাটির রাস্তা ও এমন আয়োজনে উচ্ছ্বাসিত স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এনায়েতপুর থানার সালদারবিল সংলগ্ন বিস্তীর্ণ ফসলের মাঠ। আশপাশে যাতায়াতের কোনো রাস্তা নেই। ঘরে ফসল তুলতে কৃষকদের ভোগান্তি পোহাতে হয়। এছাড়া চলাচলের দুর্ভোগ কমাতে প্রায় দেড় মাস আগে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক তৈরির কাজ শুরু করেন সড়াতৈলবাসী। এ সড়কটি নির্মাণে এলাকাবাসী বারবার জন প্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোনো কাজ হয়নি। পরে এলাকাবাসী পরিকল্পনা করে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন। এতে পাঁচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কসহ শাহজাদপুর যাতায়াতের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।

স্থানীয় কলেজ শিক্ষার্থী মোবারক হোসেন জাগো নিউজকে বলেন, নতুন এ রাস্তা নির্মাণ হওয়ায় শিক্ষার্থীদের বর্ষায় মৌসুমে আর নৌকা যোগে অনেক পথ পাড়ি দিতে হবে না। এ রাস্তা নির্মাণে স্থানীয় দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তবে তারা কেউ মজুরি নেননি। শুধু তাই নয় কৃষকরা তাদের নিজ জমিও দিয়েছেন রাস্তা করার জন্য।

Advertisement

রাস্তা নির্মাণের অন্যতম সমাজসেবক নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রামবাসীর প্রচেষ্টায় সড়কটি স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে। দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ এলাকাবাসীর একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ জন্য এখানে শ্রমিকরাই অতিথি ছিলেন। তবে তিনি রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানান।

এম এ মালেক/আরএইচ/জেআইএম