দেশজুড়ে

আরাকান আর্মির হাতে অপহৃত এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার সীমান্তে নাফ নদী থেকে ছৈয়দুল বশর (২০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত কয়েকদিন আগে আরাকান আর্মি যে পাঁচ জেলে ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনিও ছিলেন বলে জানা গেছে।

Advertisement

নিহত সৈয়দুল বশর উখিয়ার পালংখালি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে নাফ নদীতে মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করে।

Advertisement

পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এতে লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

অপরদিকে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর উখিয়া পালংখালির পাঁচজন বাসিন্দা আঞ্জুমান পাড়া দিয়ে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠে।

উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও যারীন তাসনিম তাসিন বলেন, আরকান আর্মিরা পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। আরাকান আর্মি যে পাঁচ জেলে ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে মৃত সৈয়দুল বশর ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

Advertisement