ক্রিকেটে ভারতকে ব্যাটারদের দল মনে করা হয়। কিন্তু ব্যাট হাতে ভারতীয়রা এতটা বিধ্বংসী হতে পারে, সে দৃশ্য দেড় মাস আগেও দেখিনি ক্রিকেটবিশ্ব। গেল ১২ অক্টোবর বাংলাদেশের বোলারদের বেধড়ক মারধর করে টি-টোয়েন্টিতে ২৯৭ রান তুলেছিল ভারত। এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। এবার দক্ষিণ আফ্রিকাকে হাতুড়েপেটা করলো সূর্যকুমার যাদবের দল।
Advertisement
শুক্রবার জোহানেসবার্গে প্রোটিয়া বোলারদের তুলার মতো উড়িয়েছে ভারত। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার পিটুনিতে দিশেহারা হয়েছেন জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন, লুথো সিমামলা ও কেশব মহারাজরা। চার ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুরিতে ১ উইকেটে ২৮৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। জবাবে নেমে মাত্র ১৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের রেকর্ডবুকে শুরু হয় তোলপাড়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৮৩ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ। আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার।
জোহানেসবার্গে সেঞ্চুরি হাঁকান ভারতীয় ওপেনার স্যামসন ও তিনে নামা তিলক ভার্মা। দুইজনই থাকেন অপরাজিত। স্যামসন করেন ৫৬ বলে ১০৯ রান (৬ চার ৯ ছক্কা)। আর তিলকের ব্যাট থেকে আসে ৪৭ বলে ১২০ রান (১০ ছক্কা ৯ চার)। আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুটি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লো ভারত। আন্তর্জাতিক ক্রিকেট এই ঘটনার সাক্ষী হয়েছে মাত্র তৃতীয়বার।
Advertisement
দ্বিতীয় উইকেটে স্যামসন ও তিলক ২১০ রানের অপরাজিত জুুটি করেন। টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে এটি ভারতের সর্বোচ্চ রানের জুটি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ১৯০ রানের অপরাজিত জুটি করেছিলেন রোহিত শর্মা ও রিংকু সিং।
এই সিরিজে মোট ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে যা এবারই প্রথম।
প্রোটিয়াদের হারিয়ে টি-টোয়েন্টিতে টানা পাঁচটি শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে ২০২২ সালের আগস্টের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জেতেনি দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয়ভাবে ভারতের সেঞ্চুরি এখন সর্বোচ্চ ২৩টি। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের সেঞ্চুরি আছে ১২টি।
Advertisement
দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ত্রিস্টান স্টাবস। ২৭ বলে ৩৬ রান করেন ডেভিড মিলার। ১২ বলে অপরাজিত ২৯ রান করেন মার্কো জানসেন। ৮ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে ৩ উইকেট নেন পেসার অর্শদ্বীপ সিং। ২টি করে উইকেট শিকার করেন স্পিনার বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।
এমএইচ/